ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফসহ পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। হামলার সময় তাঁরা গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে একটি সাংবাদিকদের তাঁবুতে অবস্থান করছিলেন।
স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় চালানো এ হামলায় মোট সাতজন নিহত হন, যাদের মধ্যে পাঁচজনই সাংবাদিক। হামলায় নিহত অন্য সংবাদকর্মীদের মধ্যে রয়েছেন আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ ও ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া।
আনাস আল-শরীফ গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি আক্রমণের ধারাবাহিক সংবাদ কাভার করছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছিলেন গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে লক্ষ্যকেন্দ্রিক এবং তীব্র বোমাবর্ষণ শুরু হয়েছে। এ ধরনের আক্রমণকে বলা হয় ‘ফায়ার বেল্ট’।
তার শেষ ভিডিওটি ছিল রাতের বেলা ধারণকৃত। এতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রচণ্ড শব্দ এবং বিস্ফোরণের পর কমলা রঙের আলোর ঝলকানি স্পষ্ট দেখা যায়।
গত ৬ এপ্রিল, আনাস আল-শরীফ একটি বিদায় বার্তা লিখে রেখে গিয়েছিলেন, যা মৃত্যুর পর প্রকাশ হয়। বার্তায় শরীফ লিখেছিলেন, তিনি যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছেন। বারবার দুঃখ ও ক্ষতির স্বাদ পেয়েছেন।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, ইসরায়েল সাংবাদিকদের পরিকল্পিতভাবে টার্গেট করছে।
আল-জাজিরার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এটি সাংবাদিকতার কণ্ঠরোধ করার একটি উগ্র প্রচেষ্টা। এই নৃশংস হামলার জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা উচিত।