জাপানে আঘাত হেনেছে টাইফুন ‘হালোং’

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘হালোং’। বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে এ টাইফুন। এর প্রভাবে শুরু হয়েছে প্রবল ঝড়ো বাতাস ও টানা ভারি বৃষ্টি, আর সমুদ্র উপকূলে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ।

দেশটির একাধিক গণমাধ্যম জানায়, টাইফুনটির প্রভাবে ইতোমধ্যে জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) বিশেষ সতর্কতা জারি করেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ঝড়ো বাতাস ও উচ্চ ঢেউয়ের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

জাপান টাইমস জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) থেকেই ইজু দ্বীপপুঞ্জসহ আশপাশের এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও জাহাজগুলোকে তীরে ফিরে আসতে বলা হয়েছে।

টাইফুন ‘হালোং’-এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে ঘরবাড়ি, অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে জাপান সরকার। দুর্যোগ মোকাবিলায় সব সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।