ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস রামাল্লা ও গাজায় পৌঁছেছে

মুক্ত ফিলিস্তিনি বন্দিদের একটি বড় দল পশ্চিম তীরের রামাল্লা শহর ও গাজা উপত্যকায় পৌঁছেছে। সোমবার (১৩ অক্টোবর) হামাস পরিচালিত ‘প্রিজনার্স অফিস’ এ তথ্য জানিয়েছে।

দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে, হামাস গাজায় আটক থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েলও ১ হাজার ৯০০ জনেরও বেশি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্ত করেছে।

প্রিজনার্স অফিস জানায়, রামাল্লায় পৌঁছানো বন্দিদের বাসগুলো পশ্চিম তীরে ইসরায়েলের দখলকৃত ওফার কারাগার থেকে যাত্রা শুরু করে। অন্তত একটি বাস গাজা উপত্যকাতেও প্রবেশ করেছে।

সোমবার হামাস গাজায় আটক থাকা বাকি ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকেও মুক্তি দেয়। দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজায় স্বস্তির বাতাস বইছে।

চুক্তির অংশ হিসেবে নিহত ২৮ জন জিম্মির মরদেহও ফেরত দেওয়া হবে বলে জানা গেছে, যদিও ঠিক কবে তাদের হস্তান্তর করা হবে তা এখনও স্পষ্ট নয়।