ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েল-হামাসের বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ পিএম

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। চুক্তি অনুযায়ী, গাজায় আটক ২০ ইসরায়েলি নাগরিকের বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। খবর আল জাজিরার

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, গাজার যুদ্ধ শেষ।

তিনি মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছেন এবং ইসরায়েলি পার্লামেন্টে (কনেসেট) ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন হাজার হাজার ফিলিস্তিনি। তবে এখনও তীব্র খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তার সংকট রয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তারা।

গাজায় ইসরায়েলি অভিযানে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬৭ হাজার ৮০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

বিশ্লেষকদের মতে, এই বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যদিও পরিস্থিতি এখনো নাজুক এবং পুনর্গঠনের পথ দীর্ঘ।

SN
আরও পড়ুন