ইরানে বিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আল্ট্রালাইট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১ নভেম্বর) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানটি বিমানবন্দরের পাশের একটি ভবনের সঙ্গে ধাক্কা খায়, তবে পাইলট নিরাপদে বেঁচে যান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, স্থানীয় একটি কোম্পানির মালিকানাধীন আল্ট্রালাইট বিমানটি রানওয়ে ৩০-এলে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায়। বিমানটি ভারসাম্য হারিয়ে কাছের একটি ভবনের সঙ্গে আঘাত হানে, ফলে সেটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, পাইলট কোনো আঘাত ছাড়াই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাকে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও কোনো শারীরিক জখম পাওয়া যায়নি।

ঘটনার পরপরই বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ বিভাগের জরুরি প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। এলাকা সাময়িকভাবে ঘিরে রাখা হয় এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়।

বেসামরিক বিমান চলাচল সংস্থা (Civil Aviation Organization) জানিয়েছে, প্রযুক্তিগত তদন্ত সম্পন্ন হওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় যান্ত্রিক ত্রুটি বা পাইলটের নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।