সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই শোক জানানো হয়।
শোকবার্তায় দূতাবাস বলেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্র গভীরভাবে শোকাহত। তিনি বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
বার্তায় আরও উল্লেখ করা হয় যে, খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছেন।
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।