বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই শোক জানান।
শোকবার্তায় নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
ভারতের প্রধানমন্ত্রী ২০১৫ সালে তাঁর ঢাকা সফরকালে বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ অংশীদারত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে।
পরিশেষে মোদী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রার্থনা করেন যেন সৃষ্টিকর্তা তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
চীনের প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা