গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী প্রশাসনিক তদারকি ও পুনর্গঠনের লক্ষ্যে ‘বোর্ড অব পিস’ (শান্তি বোর্ড) গঠন করেছে ট্রাম্প প্রশাসন। এই উচ্চপর্যায়ের বোর্ডের চেয়ারম্যান হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজেই দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউজের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিটি দেখতে এখানে ক্লিক করুন।
ট্রাম্পের এই ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গঠিত বোর্ডে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাখা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারকে। এছাড়াও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, প্রাইভেট ইকুইটি জায়ান্ট মার্ক রোয়ান এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল এই বোর্ডের নির্বাহী সদস্য হিসেবে থাকছেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, গাজার মাটিতে এই বোর্ডের প্রতিনিধি হিসেবে কাজ করবেন বুলগেরিয়ান রাজনীতিক ও জাতিসংঘের সাবেক মধ্যপ্রাচ্য দূত নিকোলে ম্লাদেনভ।
তিনি গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনার জন্য নবগঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি— ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (NCAG)-এর সাথে সমন্বয় করবেন। এই স্থানীয় কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাথ।
গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (ISF) মোতায়েন করা হবে। মার্কিন মেজর জেনারেল জ্যাসপার জেফারস এই বাহিনীর নেতৃত্ব দেবেন।
ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, পরিকল্পনার দ্বিতীয় ধাপের মূল লক্ষ্য হলো গাজার পূর্ণ পুনর্গঠন এবং হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস শর্ত পালনে ব্যর্থ হলে এর পরিণতি ভয়াবহ হবে।
গত অক্টোবর থেকে ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা কার্যকর হলেও গাজার পরিস্থিতি এখনো নাজুক। যুদ্ধবিরতি চলাকালীন সময়েও ইসরায়েলি হামলায় প্রায় ৪৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি এখনো অত্যন্ত ভয়াবহ এবং সেখানে জরুরি ত্রাণের অবাধ প্রবাহ প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র: বিবিসি