নিরাপত্তাজনিত উদ্বেগ এবং সন্ত্রাসবাদের আশঙ্কায় পাকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটিকে ‘লেভেল-৩’ (ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করুন) ভুক্ত করে হালনাগাদ ‘ট্রাভেল অ্যাডভাইজরি’ প্রকাশ করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানে অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের উচ্চ ঝুঁকি রয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো কোনো আগাম সতর্কতা ছাড়াই পরিবহন কেন্দ্র, শপিং মল, বাজার, সামরিক স্থাপনা, হাসপাতাল এবং উপাসনালয়ের মতো জনবহুল এলাকায় হামলা চালাতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় দেশটিতে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশকে ‘লেভেল-৪’ ক্যাটাগরি বা ‘ভ্রমণ নিষিদ্ধ’ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন নাগরিকদের এই অঞ্চলে কোনো অবস্থাতেই না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করা হয়, পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও এই বিশেষ সতর্কতা কার্যকর হবে।
এছাড়া পাকিস্তানে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে এর আগে মার্কিন নাগরিকদের আটকের ঘটনা ঘটেছে বলেও বিবৃতিতে জানানো হয়। উল্লেখ্য, ‘লেভেল-৩’ হলো গুরুতর ঝুঁকির সংকেত এবং ‘লেভেল-৪’ হলো সর্বোচ্চ ঝুঁকি যেখানে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ।