ভেনেজুয়েলা ইস্যুতে আটক তেলের ট্যাঙ্কার ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার সেই তেলবাহী ট্যাঙ্কার অবশেষে মুক্তি পাচ্ছে। 

বুধবার (২৮ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, চলতি মাসের শুরুতে জব্দ করা পানামার পতাকাবাহী সুপারট্যাঙ্কার 'এম/টি সোফিয়া' পুনরায় ভেনেজুয়েলার কাছে হস্তান্তর করছে ওয়াশিংটন। 

গত ৭ জানুয়ারি মার্কিন কোস্টগার্ড ও সামরিক বাহিনী সমুদ্রপথে অভিযান চালিয়ে তেলসহ এই বিশালাকার জাহাজটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। সে সময় ওয়াশিংটনের পক্ষ থেকে সোফিয়াকে একটি রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞার আওতায় থাকা নৌবহরের অংশ হিসেবে অভিহিত করা হলেও বর্তমানে এটি হস্তান্তরের সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেনি মার্কিন কর্তৃপক্ষ। এমনকি জাহাজটিতে থাকা বিপুল পরিমাণ তেল এখনো সংরক্ষিত আছে কি না, সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

মূলত ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে যে নাটকীয় মোড় এসেছে, এই সিদ্ধান্তকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। গত ৩ জানুয়ারি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণ এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন নেত্রী দেলসি রদ্রিগেজের সঙ্গে ওয়াশিংটনের সমঝোতামূলক আলোচনার পর থেকেই দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল হতে শুরু করেছে। রদ্রিগেজ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শর্ত মেনে নিয়েছেন, যার মধ্যে দেশটির তেল খাতকে মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া অন্যতম। প্রায় ১০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর অনির্দিষ্টকালের নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা ব্যক্ত করেছেন।