যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ দাবানল। ১১ লাখ একরজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে গলে গেছে লাইট পোস্ট, ধ্বংস হয়েছে বাড়িঘর এবং গোটা এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। টেক্সাসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল। এই দাবানলে ২ জনের প্রাণহানি এবং হাজার হাজার গবাদিপশু মারা গেছে।
রাজ্যটির উত্তরাঞ্চলের পেনহেন্ডল এলাকাতেই দাবানল সবচেয়ে তীব্র। সেখানে আছে বিশাল পশু খামার। পেনহেন্ডলে কেবল যে বহু মানুষের বাস তাই নয়, সেখানকার খামারগুলোতে লাখ লাখ গরু, বাছুর, মহিষ এবং ষাঁড় লালন-পালন করা হয়।
টেক্সাসের কৃষিবিষয়ক কমিশনার বলেছেন, হাজার হাজার পশু মারা গেছে। আরও ১০ হাজার পশু মারা যাবে। এটি খুবই দুঃখজনক।
যুক্তরাষ্ট্রে টেক্সাসেই সবচেয়ে বেশি পশু উৎপাদন হয়। আর প্রায় ৮৫ শতাংশ পশুই পেনহেন্ডেল অঞ্চলে থাকে। সূত্র : বিবিসি