যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চীয় সমভূমি ও ওজার্কস নামে পরিচিত অঞ্চলের ৪টি অঙ্গরাজ্যে টর্নেডো ও বজ্রঝড়ে চার শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। অঙ্গরাজ্যগুলোর যে অংশটি টর্নেডো ও বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৫ মে) রাতভর ও রবিবার সারাদিন তাণ্ডবে এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির স্টর্ম প্রেডিকশন সেন্টার সতর্ক করে বলেছে, এসব অঞ্চলে অতি শক্তিশালী টর্নেডো, ব্যাপক শিলাবৃষ্টি এবং প্রবল ঝড়ে বিস্তৃত ক্ষয়ক্ষতি হতে পারে। বিশাল এ অঞ্চলের ১০ কোটি ৯০ লাখ বাসিন্দা এসব পরিস্থিতির হুমকির মুখে আছে বলে জানিয়েছে তারা।
রোববার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, ঝড়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন। সূত্র : আল জাজিরা