বাইডেন বিমুখদেরও দলে ভেড়াচ্ছেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর সামনে এসেছেন কমলা হ্যারিস। তবে এবারের নির্বাচনে গর্ভপাত ইস্যুতে বড় ধরনের জনসমর্থন আদায়ে সক্ষম হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। 

২০২০ সালের চেয়ে ২০২৪ সালে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে যেসব ভোটার বৈধ গর্ভপাত চান, তাদের সমর্থন হারিয়েছেন বাইডেন। এদিক থেকে কমলা হ্যারিস এ ধরনের ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গর্ভপাত ইস্যুটিতে উপেক্ষা করে গেছেন। আর বাইডেন এটাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারেননি। 

ডেমোক্রেটিক ভোট জরিপবিদ আনা গ্রিনবার্গ বলেন, হ্যারিস বেশ খোলাখুলিভাবে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন, বাইডেন এটা পারেননি।

সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, গর্ভপাতের বৈধতা চান– এমন বিপুল সংখ্যক ভোটার বাইডেনের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা বাইডেনকে ভোট দেবেন না। এই ভোটারদের আকৃষ্ট করতে সমর্থ হয়েছেন হ্যারিস। 

এক বুথফেরত জরিপে দেখা গেছে, এর আগে ২০২০ সালের নির্বাচনে গর্ভপাতের বৈধতা দাবিকারী ভোটারদের তিন-চতুর্থাংশ বাইডেনকে সমর্থন করেছিলেন।