যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাত, মৃত্যু ৪২

যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে হারিকেন হেলেন আঘাত হেনেছে। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

ঝড়ের তাণ্ডবের পর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার ৪০ লাখের বেশি বাসিন্দা। ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যগুলোয় দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত ও বন্যা। বাতিল করা হয়েছে হাজারের বেশি ফ্লাইট।

হারিকেনটি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়ে টেনেসি ও কেন্টাকির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।
 
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্যাটাগরি-১ এ নেমে এসেছে হারিকেন হেলেন। দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত ও বন্যা।

নর্থ ক্যারোলাইনার পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ। ভূমিধসের কারণে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো। ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পরই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। বিধ্বস্ত ভবনের নিচ থেকে বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। হারিকেন হেলেনের আঘাতে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ বাসিন্দা।