ইসরায়েল হামাস, হিজবুল্লাহ ও ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হত্যা করেই চলেছে। এর প্রতিক্রিয়ায় এ মাসের শুরুতে ইসরায়েলে ইরান মিসাইল হামলা করেছে। এরপর মধ্যপ্রাচ্যের অনেকের কাছে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, সামনে কী ঘটতে চলেছে।
এই হামলা ইসরায়েলি হত্যাকাণ্ডে প্রতিশোধ নেওয়ার ইরানি প্রতিশ্রুতি দেরিতে হলেও পূরণ হয়েছে। একইভাবে দেশটির জনগণের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল সেটা প্রশমিত হয়েছে। কিন্তু ইসরায়েল কীভাবে পাল্টা জবাব দেবে, তা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে।
সম্প্রতি ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে তেলআবিব। আর এ ক্ষেত্রে বাইডেন প্রকাশ্যে ইসরায়েলকে ইরানে হামলা করতে বারণ করলেও গোপনে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে। এ সংক্রান্ত একটি গোপন নথি সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর ফতর পেন্টাগন থেকে ফাঁস হয়েছে। এরপর থেকেই এ নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
বাইডেনের গোপন অনুমতি পেয়ে গত ১৫-১৬ অক্টোবর থেকেই ইসরায়েলের বিমান ও নৌবাহিনী ইরানে হামলার প্রস্তুতি নিতে থাকে।
এদিকে ইসরায়েলকে ইরানে হামলার অনুমতি সংক্রান্ত নথি ফাঁস হওয়ার ঘটনায় বাইডেন বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন।
হোয়াইটহাইজের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন নথি ফাঁসের ঘটনায় বেশ উদ্বিগ্ন প্রেসিডেন্ট জো বাইডেন।