যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক প্রচার চালাচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জনসমর্থনের দিক থেকে কমলা হ্যারিস এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। সোমবার (২১ অক্টোবর) এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবিসি নিউজের ফাইভথার্ট এইটের তথ্য অনুযায়ী, বর্তমানে কমলার সমর্থন ৪৮ শতাংশ আর ট্রাম্পের ৪৬ শতাংশ।
গত জুলাই মাসে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জো বাইডেন সরে গিয়ে কমলাকে সমর্থন দেন তিনি। এরপর থেকে প্রচারে সমর্থন বেড়েছে কমলার।
এক পর্যায়ে গত আগস্ট মাসের শেষ পর্যন্ত ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা। কিন্তু সেপ্টেম্বর মাসের শুরু থেকে সমর্থনের বিষয়টি অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে। গত ১০ সেপ্টেম্বর কমলা ও ট্রাম্পের টেলিভিশন বিতর্কের পরও সমর্থনে খুব বেশি পরিবর্তন আসেনি।
সবশেষে শুক্রবার (১৮ অক্টোবর) ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমারসন কলেজের এক জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ১ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। কমলার সমর্থন ৪৯ শতাংশ আর ট্রাম্পের ৪৮ শতাংশ।