যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয়শিল্পী, সংগীতশিল্পীসহ কিছু তারকা আছেন। দাবানলের কারণে হলিউডসহ বিনোদনজগতের অনেক তারকার বাড়ি ধ্বংস হয়ে গেছে।
বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। এ কারণে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এলাকাটি তারকাদের প্রিয় একটি জায়গা। সুন্দর এই পাহাড়ি এলাকায় লাখ লাখ ডলার মূল্যের বাড়ি নির্মাণ করেছেন তারকারা। এ ছাড়া শহরের উত্তরেও দাবানল ছড়িয়েছে।
দাবানল নিয়ে সংগীতশিল্পী ও ‘দিস ইজ আস’-এর অভিনেত্রী ম্যান্ডি মুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। মুর লিখেছেন, আগুন থেকে বাঁচতে তিনি তার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছেন।
মুর আরও লিখেছেন, দাবানলে তার বসবাসের এলাকাটি ধ্বংস হয়ে গেছে।
ইনস্টাগ্রামে দাবানলের ধ্বংসযজ্ঞের ভিডিও পোস্ট করেছেন মুর। ক্যাপশনে তিনি লিখেছেন, আমার প্রিয় বাড়ি। আমাদের মধ্যে যারা অনেক কিছু হারিয়েছেন, তাদের জন্য আমি মর্মাহত। আমি বিধ্বস্ত, একেবারেই হতভম্ব।
এমি পুরস্কারজয়ী অভিনেতা জেমস উডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবানলের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, প্যাসিফিক প্যালিসেডস এলাকায় অবস্থিত তার বাড়ির কাছের গাছপালা ও ঝোপঝোড় আগুনে পুড়ছে। সে সময় তিনি নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাকে বলতে শোনা যায়, আগুনের সব সতর্ক সংকেত (ফায়ার অ্যালার্ম) বাজছে।
উডস বলেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না যে পাহাড়ে তাদের প্রিয় ছোট্ট বাড়িটির এমন দশা হয়েছে। প্রিয়জন হারানোর বেদনার মতোই অনুভূতি হচ্ছে তাঁর।
‘স্টার ওয়ারস’ তারকা মার্ক হ্যামিল ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তিনি তার স্ত্রী ও পোষা কুকুরকে সঙ্গে নিয়ে মালিবু এলাকার বাড়িটি ছেড়েছেন। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সে রাস্তায়ও আগুন জ্বলছিল।
অস্কারজয়ী তারকা জেমি লি কার্টিসও দাবানলের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, তাদের প্রিয় এলাকাটি শেষ হয়ে গেছে। তবে তাদের বাড়িটা নিরাপদ আছে। কিন্তু অন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে।
ভয়াবহ দাবানলের কারণে আগামী সপ্তাহে নির্ধারিত অস্কার মনোনয়নের তালিকা প্রকাশের আনুষ্ঠানিকতা পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। দাবানলকে কেন্দ্র করে ইতিমধ্যে হলিউডের আরও কয়েকটি বড় বড় আয়োজন বাতিল বা স্থগিত করা হয়েছে।