ভয়াবহ দাবানলে পুড়েছে ৫ হাজার কোটি ডলারের সম্পদ

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল তিন দিনেও নিয়ন্ত্রণে আসেনি। উল্টো বাতাসে তা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে হাজারো বাড়ি-গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে এটি।

এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অনেকে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস, প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মীবাহিনী। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আগুনে পাঁচ হাজার কোটি ডলারের বেশি সম্পদ পুড়ে গেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, এই দাবানলে ৫ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। হলিউড হিলস এলাকায় টিসিএল চাইনিজ থিয়েটার এবং হলিউড ওয়াক অব ফেমের মতো বিখ্যাত স্থানগুলো এ আগুনের কবলে পড়েছে। বুধবারে শুরু হওয়া এই দাবানলের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও। 

এর মধ্যে দুটো দাবানলে পুড়ে ছাই ২৭ হাজার একর জায়গা। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ ৩৭ হাজার মানুষকে। ভয়াবহ এই দাবানলকে ‘সানসেট ফায়ার’ নামে ডাকা হচ্ছে।