গাজায় যুদ্ধবিরতি

কৃতিত্ব দাবি করলেন বাইডেন-ট্রাম্প দু’জনই

গাজায় যুদ্ধ বিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এতে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই এই চুক্তির কৃতিত্ব দাবি করেছেন।

এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।

দুই পক্ষ গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছে- এমন খবর প্রচারিত হওয়ার পর বুধবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জো বাইডেন বলেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সন্তুষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ যুদ্ধের মধ্যস্থতাকারীদের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলেই এ চুক্তি সম্ভব হয়েছে।

এদিকে প্রায় একই সময়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যারা জিম্মি অবস্থায় আছেন, তাদের মুক্ত করতে আমরা একটি চুক্তি করতে পেরেছি। শিগগিরই তারা মুক্তি পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।

তিনি আরও বলেন,  এটি একটি মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তি এবং গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের ফলাফল। গাজা যেন আর কখনো সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ না হয়, সেজন্য আমার নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমাদের অন্যান্য মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার সংবাদ শুনে আমি রীতিমতো কেঁপে উঠেছিলাম। কারণ জিম্মিদের মধ্যে অনেক মার্কিন নাগরিক ছিলেন।’

উল্লেখ্য, চূড়ান্ত চুক্তি অনুযায়ী, বাইডেন যেদিন বিদায় নেবেন- তার একদিন আগে ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হবে গাজায়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। তারপরই জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গত ১৫ মাসের এই অভিযানে গাজায় নিহত হয়েছেন ৪৬ হাজার ৭০৭ জন এবং আহত হয়েছেন দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি। সূত্র : বিবিসি, এএফপি