কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।
বিবিসি বলছে, নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট তার দেশে অবতরণে বাধা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবেন।
ট্রাম্প আরও বলেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সব পণ্যের ওপর এই শুল্ক অবিলম্বে আরোপ করা হবে এবং ২৫ শতাংশ শুল্ক এক সপ্তাহের মধ্যে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লিখেছেন, এই পদক্ষেপগুলো শুরু মাত্র। কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা নিষেধাজ্ঞা এবং তাদের মিত্র ও সমর্থকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যে অপরাধীদের তারা যুক্তরাষ্ট্রে ঠেলে দিয়েছে, তাদের ফেরত নিতে তাদের আইনগত দায়িত্ব আমরা কলম্বিয়ান সরকারকে লঙ্ঘন করতে দেব না।
ট্রাম্প আরও ঘোষণা করেন, ‘জাতীয় নিরাপত্তার কারণে’ কলম্বিয়ার পণ্য ও নাগরিকদের ওপর কাস্টমস এবং বর্ডার প্রটেকশনে অতিরিক্ত পরিদর্শন চালানো হবে।
পেত্রো এর জবাবে টুইটারে কলম্বিয়ার ঐতিহ্য এবং শক্তিমত্তার প্রশংসা করে বলেন, আপনার অবরোধ আমাকে ভয় জাগায় না। কলম্বিয়া সৌন্দর্যের দেশ, পৃথিবীর হৃদয়।
গুস্তাভো পেত্রো বলেন, আমাদের নাগরিকদের অপরাধীদের মতো চিহ্নিত না করে, বেসামরিক উড়োজাহাজে পাঠানো হলে বরং গ্রহণ করা যেতে পারে।
তিনি আরও বলেন, অভিবাসীদের অবশ্যই মর্যাদা আর সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে হবে।
২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ওপর কঠোর হয়েছেন তিনি। এক নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়া করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।