শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তা গ্যারান্টিসহ হতে হবে : ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয়। সেই সাথে ইউক্রেনে যেকোনও শান্তি চুক্তি অবশ্যই নিরাপত্তা গ্যারান্টিসহ হতে হবে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ একথা জানান। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার বৈঠকের পর ট্রাম্পকে পাশে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, এই শান্তি অর্জন মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়। কোনও ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিও হওয়া উচিত নয়। নিরাপত্তার বোঝা আরও ন্যায্যভাবে ভাগ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে ইউরোপ। রাশিয়ার আক্রমণের তৃতীয় বার্ষিকীতে আলোচনা আরও এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে বলেও জানান তিনি।

ম্যাক্রোঁ এবং ট্রাম্পের মধ্যে এই বৈঠকে ইউক্রেনের শান্তি প্রক্রিয়া এবং ইউরোপের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ম্যাক্রোঁ বলেন, উভয় নেতা একটি “দৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি” চান। তিনি ঘোষণা দেন, ইউরোপ প্রতিরক্ষা খাতে “ব্যয় বৃদ্ধি” করতে প্রস্তুত। এছাড়া ইউরোপ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে প্রস্তুত।

এ সময় যত দ্রুত সম্ভব যুদ্ধ বিরতির জন্য আশা প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, চুক্তি নিয়ে সমঝোতা হলে তিনি মস্কোতে পুতিনের সাথে সাক্ষাৎ করবেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও ধীরগতির প্রচেষ্টার আহ্বান জানান। তার মতে, যুদ্ধবিরতি দিয়ে শুরু করে তারপর নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি চুক্তির দিকে যাওয়া উচিত।