১৩তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ১৩তম সন্তানের বাবা হয়েছেন। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে পিঙ্কভিলা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি, মাস্কের চতুর্থ বান্ধবী শিভন জিলসের ঘরে জন্ম নিয়েছে তাদের ছেলে সন্তান। তাঁর নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস। মাস্কের প্রথম বান্ধবীর সঙ্গে ৫ সন্তান রয়েছে, আরেকজন জনপ্রিয় গায়িকার সঙ্গে তার ৩ সন্তান রয়েছে। এছাড়া, একজন ইনফ্লুয়েন্সারের সঙ্গেও তার এক সন্তান রয়েছে।

এভাবে, ইলন মাস্কের পরিবারে সন্তানের সংখ্যা বেড়ে ১৩-এ পৌঁছেছে, যা তাকে বিশ্বে এক নজিরবিহীন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এ বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন শিভন জিলস নিজেই। তিনি জানিয়েছেন, মাস্ক ও জিলস দম্পতির ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। ২০২১ সালে যমজ সন্তান স্ট্রাইডার এবং আজুরের জন্ম দেওয়ার পর, এই নতুন সন্তানের আগমন তাদের পরিবারে এক নতুন আনন্দের সূচনা করেছে।

শিভন জিলস, যিনি আগে মাস্কের সংস্থা নিউরোলিঙ্কে কাজ করতেন, ২০২১ সালের নভেম্বরে প্রথমবারের মতো মাস্কের সন্তানের মা হন। এবার ২০২৪ সালে তাদের তৃতীয় সন্তানের জন্ম হলো, যা মাস্কের পরিবারে নতুন সংযোজন।