বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা: নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গুলিবিদ্ধ হয়েছেন বন্দুকধারী নিজেও। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে ফ্লোরিডা অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে এফএসইউ ক্যাম্পাসের স্টুডেন্ট ইউনিয়ন ভবনের কাছে এ হামলার ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেসন ট্রামবাওয়ার জানিয়েছেন, নিহতরা ছাত্র না হলেও বন্দুকধারী এফএসইউ-র ছাত্র। তিনি আরও জানান, হামলাকারীসহ পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবারই গুলির আঘাত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সী এই হামলাকারী স্থানীয় এক কাউন্টি শেরিফের ছেলে আইকনার। এই শেরিফ ১৮ বছর ধরে কর্মরত। তারই বন্দুক নিয়ে গুলি চালানো হয়েছে।

আত্মসমর্পণের নির্দেশ না মানলে পুলিশ কর্মকর্তারা আইকনারের ওপর গুলি চালান। পরবর্তীতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আহতরাসহ বন্দুকধারীকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

সূত্র: ডয়েচে ভেলে