যুক্তরাষ্ট্রে বৈধ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্ক বার্তা

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে এবার বৈধ গ্রিনকার্ডধারীদের বিরুদ্ধেও নতুন করে সতর্ক বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেখানে বলা হয়েছে, যারা বৈধ অভিবাসী আছেন তারা ‘অতিথির’ মতো আচরণ করবেন। নয়ত আপনাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া সবার ওপর নজর রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এমন সতর্কতার পর বৈধ অভিবাসীদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। খবর: নিউজউইক।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে চলতি সপ্তাহে একটি পোস্টে দেশটির নাগরিক এবং অভিবাসী সেবা (ইউএসসিআইএস) এক সতর্কবার্তায় বলেছে, গ্রিনকার্ড থাকলেই যুক্তরাষ্ট্রে নির্বিঘ্নে থাকা যাবে এটির কোনো নিশ্চয়তা নেই। যদি গ্রিনকার্ডধারী কাউকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয় তাহলে তাদের বৈধ নথি বাতিল করা হবে।

এই ঘোষণার পর থেকেই বৈধ অভিবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেসব অভিবাসী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে অনিশ্চিত।

বিশ্লেষকদের মতে, এই বার্তাটি শুধু অবৈধ অভিবাসীদের উদ্দেশে নয়, বরং বৈধ অভিবাসীদেরও সতর্ক করে দেওয়ার কৌশল। ট্রাম্প প্রশাসন পরিষ্কার করছে যে, অভিবাসন আইন শুধু সীমান্ত অতিক্রমকারীদের জন্য নয়, বরং গ্রিনকার্ডধারীদের মতাদর্শ, অনলাইন কার্যক্রম এবং আচরণ পর্যবেক্ষণের মধ্য দিয়েও বাস্তবায়ন করা হবে।

ইতোমধ্যে কিছু গ্রিনকার্ডধারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবরও প্রকাশ্যে এসেছে, যারা সামাজিক মাধ্যমে বিতর্কিত মতামত বা সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন। কয়েকজনকে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করা হয়েছে এবং ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।