শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করলো যে ৭ দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে ৭ দেশ। মনোনয়ন দেওয়া সাতটি দেশ ও শীর্ষ নেতাদের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস প্রকাশিত এই তালিকায় রয়েছেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবোনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদুহুঙ্গিরেহে এবং পাকিস্তান সরকার।

গত ২০ জুন পাকিস্তান সরকার ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করে। ৮ জুলাই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে তার নাম মনোনীত করেন।

গত ৭ আগস্ট কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে সংঘাত বন্ধ ও স্থিতিশীলতা ফেরানোর অবদানের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন। এ ছাড়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ওয়াশিংটনে শান্তি চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের শীর্ষ নেতা আলিয়েভ ও পাশিনিয়ান যৌথভাবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেন। সূত্র: তাস