ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাণিজ্য দ্বন্দ্বের ছায়ায় মোদির আমেরিকা সফর

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০২:২৮ পিএম

বাণিজ্য দ্বন্দ্বের ছায়ায় আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের জোর সম্ভাবনা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গাজ্যে অবস্থিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০ তম সেশন শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তিৃতা দেবেন ট্রাম্প, আর ভারতের সরকারপ্রধান হিসেবে মোদি বক্তব্য দেবেন ২৬ সেপ্টেম্বর। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও মোদির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত রপ্তানি শুল্ক ছিল ১৫ শতাংশ। গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহনের দেড় মাস পর মার্চ মাসে ভারতের ওপর নির্ধারিত শুল্ক ২৫ শতাংশে উন্নীত করেন ট্রাম্প, যা গত ৭ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে।

RF/SN
আরও পড়ুন