কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ হামলা ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য পূরণ করে না। এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একতরফা সিদ্ধান্ত।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পারেন যে ইসরায়েল দোহায় হামলা চালাচ্ছে। তবে তিনি বলেন, তখন দুর্ভাগ্যবশত খুব দেরি হয়ে গেছে, হামলা থামানো সম্ভব হয়নি।ট্রাম্প জোর দিয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয়। এসময় তিনি কাতারকে ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু হিসেবেও আখ্যায়িত করেন।
তবে ট্রাম্প তার পোস্টে আবারও বলেন, গাজাবাসীর দুর্দশা থেকে যারা মুনাফা করেছে, সেই হামাসকে নির্মূল করা অবশ্যই প্রয়োজনীয়। তিনি সব জিম্মি ও মৃতদেহ ফিরিয়ে আনার দাবি জানান এবং যুদ্ধের অবসান চেয়ে বলেন, এখনই যুদ্ধ থামাতে হবে।
এছাড়াও ট্রাম্প সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা ঘটার পদ্ধতি নিয়ে তিনি খুবই অসন্তুষ্ট। ট্রাম্প বলেন, আমি পুরো ব্যাপারটায় মোটেই খুশি নই। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আমাকে কিছুই অবাক করে না।
এদিকে নেতানিয়াহু বলেছেন, হামলার অনুমোদন তিনি নিজে দিয়েছেন এবং হামাস নেতাদের জন্য কোনো রকম ছাড় থাকবে না। তবে ট্রাম্প এক বিরল অবস্থান নিয়ে নেতানিয়াহুকে ভর্ৎসনা করেন। তার ভাষায়, কাতারের মতো একটি সার্বভৌম দেশ, যারা আমাদের ঘনিষ্ঠ মিত্র এবং শান্তি প্রতিষ্ঠায় আমাদের সঙ্গে ঝুঁকি নিয়ে কাজ করছে, সেখানে একতরফা বোমাবর্ষণ ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাবে না।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে তাদের সহযোগিতা ও বন্ধুত্বের জন্য ফোনে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এ ধরনের ঘটনা আর তাদের মাটিতে ঘটবে না। সূত্র: বিবিসি