ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম

ইসরায়েলি বিমান হামলায় কাতারের রাজধানী দোহায় এ পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৫ জনই ফিলিস্তিনের হামাসের সঙ্গে সংশ্লিষ্ট। বাকি যে একজন নিহত হয়েছেন, তিনি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। হামলার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৬ জন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে নিহতের মোট সংখ্যা জানালেও হামাসের নাম উল্লেখ করেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ দিকে হামাসের বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, ট্রাম্পের পাঠানো খসড়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কাতারের আবাসিক এলাকার যে ভবনে বৈঠকে বসেছিলেন হামাসের নেতারা, সেই ভবনটিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। 

এর আগে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কাতারের আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহার উত্তর কাতারা এলাকায় অভিযান চালায় ইসরায়েলের বিমান বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ৮ টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

 

SN
আরও পড়ুন