এবার মার্কিন মুদ্রায় ট্রাম্পের ছবি

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় দেশটির স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এক ডলার মূল্যমানের কয়েনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখার বিষয়টি বিবেচনা করছে।

শুক্রবার (৩ অক্টোবর) এ লক্ষ্যে মার্কিন ট্রেজারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করতে এক ডলার মূল্যমানের একটি কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে। 

প্রকাশিত নকশা অনুযায়ী, সম্ভাব্য এই কয়েনটির সামনের অংশে ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইল ছবি দেখানো হয়েছে। তার ছবির ওপরে 'লিবার্টি' (LIBERTY) এবং নিচে '১৭৭৬-২০২৬' (দেশের স্বাধীনতার সময়কাল) লেখা রয়েছে।

মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এ একটি পোস্টে এই খসড়া নকশার ছবি শেয়ার করেন, যা পরে ট্রেজারি অফিসও প্রকাশ করে।

যদি এই নকশা চূড়ান্ত হয়, তবে এটি যুক্তরাষ্ট্রের মুদ্রা ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হবে, যেখানে দেশটির ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর সঙ্গে একজন প্রেসিডেন্টের ছবি যুক্ত হবে।