মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
প্রদেশের গভর্নর আলফনসো দুরাজো এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যবশত নিহতদের মধ্যে কিছু শিশু রয়েছে। আহতদের হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি আরও জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা বা হত্যাকাণ্ড নয়। বিস্ফোরণটি মেক্সিকোর ডে অব দ্য ডেড উদযাপনের সময় ঘটে। এ দিনে পরিবারগুলো মৃত প্রিয়জনদের স্মরণ করে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের সহায়তার জন্য ইন্টেরিয়র সেক্রেটারি রোসা ইসেলা রোড্রিগেজকে একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের ছবিতে সুপারমার্কেটের সামনের অংশ জ্বালিয়ে দেওয়া এবং জানালা ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে। বিস্ফোরণটি স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘটেছে।