যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চোখ বন্ধ অবস্থায় দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, ট্রাম্প অনুষ্ঠান চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে ওভাল অফিসে বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশে ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বক্তব্যের সময় কয়েক মুহূর্তে ট্রাম্পের চোখ বন্ধ থাকতে দেখা যায়, আবার কিছু সময় তিনি চোখ খোলা রাখতে কষ্ট পাচ্ছেন বলেও মনে হয়। এমনকি তাকে চোখ মুছতেও দেখা গেছে। এই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় এক্স-এ ছবিগুলো শেয়ার করে লিখেছে, ‘ডোজি ডন আবার ফিরেছে।’
তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি; বরং তিনি পুরো অনুষ্ঠানজুড়ে বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এটি আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা যা ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মানুষের জন্য জীবনরক্ষাকারী ওষুধের দাম কমাবে।’
রজার্স আরও বলেন, ‘প্রেসিডেন্ট প্রতিদিন নিয়মিতভাবে কাজ করছেন, দীর্ঘ সফর শেষে ফিরেও দায়িত্ব পালন করছেন। অথচ ব্যর্থ লিবারেল গণমাধ্যম প্রকৃত খবর না দিয়ে এসব ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে।’
জানা গেছে, অনুষ্ঠানের আগের দিন ট্রাম্প মায়ামিতে এক ঘণ্টারও বেশি সময় ধরে অর্থনৈতিক নীতি বিষয়ে ভাষণ দিয়েছেন, এবং এর কিছুদিন আগেই তিনি এশিয়ার তিন দেশ সফর সম্পন্ন করেছেন।
তবে ৭৯ বছর বয়সী ট্রাম্পকে ঘিরে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। গত মাসে তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় এমআরআই করিয়েছিলেন, তবে এর কারণ প্রকাশ করা হয়নি।
এর আগে গ্রীষ্মকালে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্পের পায়ে ফোলাভাব দেখা দেওয়ায় চিকিৎসকেরা তার ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামের একটি শিরাজনিত সমস্যা শনাক্ত করেছেন যেখানে শিরার ভাল্ভ সঠিকভাবে কাজ না করায় রক্ত জমে থাকতে পারে।
ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ট্রাম্প। irony হিসেবে অনেকে স্মরণ করছেন, তিনি অতীতে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে উপহাস করতেন আর এবার নিজেকেই দেখা গেল অনুষ্ঠানে চোখ বন্ধ অবস্থায়।