সুইডিশ জলবায়ু ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফিলিস্তিন সমর্থক ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের সমর্থনে একটি বিক্ষোভে অংশ নেন। গ্রেটা তার হাতে ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধীতা করি’ লেখা প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভে অংশ নেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য লন্ডনের আসপেন ইন্সুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থিরা। এতে অংশ নেন গ্রেটা।
লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উচ্চারণ না করে বলেছে, ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শন করায় তিনি গ্রেপ্তার হয়েছেন।
গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই গ্রুপটিকে সমর্থন করায় এরপর থেকে কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: মিডেল ইস্ট আই