ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঘূর্ণিঝড় ক্লডিয়ার আঘাতে বিপর্যস্ত ইউরোপ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

ঘূর্ণিঝড় ক্লডিয়ার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। যুক্তরাজ্যের কিছু শহরে ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ঝড়ের আঘাতে পর্তুগালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দিকেও ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড়।

একদিনের ঝড়েই এক মাসের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে যুক্তরাজ্যে। ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় ক্লডিয়ার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। 

স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) বৃষ্টিপাতের তীব্রতা পর্যবেক্ষণ করে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন এলাকায় ‘সিভিয়ার ফ্লাড ওয়ার্নিং’ জারি করা হয়। ওয়েলসের মনমাউথে রাতে ‘মেজর ইনসিডেন্ট’ ঘোষণা করে জরুরি সেবা বিভাগ। বন্যায় ডুবে যায় রাস্তাঘাট। বেশ কিছু রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

ক্লডিয়ার প্রভাবে বড় আকারের ক্ষয়ক্ষতি হয়েছে পর্তুগালেও। আলবুফেইরায় একটি ক্যাম্পিং এলাকায় টর্নেডো আঘাত হানায় ঘটেছে হতাহতের ঘটনা। আলগার্ভ, বেজা ও সেতুবাল এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যাম্বার অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দপ্তর। এর আগে লিসবনের কাছে ফেরনাও ফেরো এলাকায় বন্যায় ঘুমন্ত অবস্থাতেই এক বয়স্ক দম্পতির মৃত্যু হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়াতেও দেখা দিয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দ্রুতগতিতে শহরটির দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। এরমধ্যেই, জারি করা হয়েছে বন্যা সতর্কতা। দাবানলপ্রবণ এলাকাগুলোতে ভূমিধস দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

LH/FJ
আরও পড়ুন