ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসের ওপর প্রকাশ্যে হামলা করা হয়েছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ ঘটনা ঘটে। হামলা করা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাবে প্রধানমন্ত্রী হামলায় কতটুকু আহত হয়েছেন, তা জানা যায়নি।
এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী প্রধানমন্ত্রীর কাঁধে আঘাত করেন। হামলার পর তিনি হেঁটে চলে গেছেন, তার মধ্যে আহত হওয়ার কোনো আলামত দেখা যায়নি। ওই চত্বরে একটি কফি বারে কর্মরত সোরেন কারগার্ড হামলার পরের ঘটনা সম্পর্কে বলেন, 'তিনি প্রধানমন্ত্রী দৃশ্যত খুব চাপ অনুভব করেছেন।' নিরাপত্তা প্রহরীরা তাকে পাহারা দিয়ে নিয়ে যায়।
প্রধানমন্ত্রী ওপর হামলার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এমন ঘটনায় প্রধানমন্ত্রী হতবাক হয়েছেন বলে তার কার্যালয় থেকে বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: বিবিসি