ইসরায়েলের উত্তর হাইফা বন্দরে চারটি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। তাদের এ অভিযানে অংশ নেয় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
রোববার (২৩ জুন) সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইসরায়েলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাংকার ও কার্গো জাহাজ। তার দাবি, হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী- ইউএসএস আইজেনহাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকা ও পণ্যবাহী জাহাজও। এ ছাড়া আরও দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, জাহাজগুলো এমন কোম্পানির ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যদিও গত মাসের শুরুতে হুথিদের অনুরূপ দাবি অস্বীকার করে ইসরায়েল। হুথিরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার লোহিত সাগরে জাহাজে আঘাত বা ডুবিয়ে দেওয়ার মিথ্যা দাবি করে আসছে বলে জানান ইসরায়েলি বাহিনী।