বাইসাইকেলের বিশ্ব রেকর্ড

২০২০ সালে বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাইসাইকেল বানিয়ে গিনেস বুকে নাম লেখান অস্ট্রেলিয়ার বার্নি বায়ান। তার বানানো সাইকেলটি ছিল ৮ ইঞ্চি চওড়া ১৫৫ ফুট দীর্ঘ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন নেদারল্যান্ডসের প্রকৌশলীরা। নেদারল্যান্ডসের ইভান শাল্কের নেতৃত্বে ৭ জন প্রকৌশলী তৈরি করেছে বিশ্বের সবচেয়ে লম্বা বাইসাইকেল। যেটির দৈর্ঘ্য ১৮০ ফুট, প্রস্থ ১১ ইঞ্চি। আর এই বাইসাইকেল তৈরির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ইভান শাল্কসহ ৭ প্রকৌশালী।

নেদারল্যান্ডসের প্রকৌশলীদের তৈরি বাইসাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি সহজেই চালাতে পারেন যেকোনো চালক। কয়েকজন মিলে এ সাইকেল চালানো সম্ভব। তবে এটি শহরে নিয়মিত ব্যবহারের উপযোগী নয়।

৩৯ বছরের ইভান শাল্ক হৃদয়ের অন্তঃপুরে লালন করছিলেন ব্যতিক্রমী ইচ্ছে। শৈশব থেকেই গিনেস বুকে নাম তোলার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। এর ফলে জন্ম হলো বিশ্বের দীর্ঘতম সাইকেলের।

২০১৮ সালে দীর্ঘতম সাইকেল তৈরির কাজ শুরু করেন ইভান-সহ আট ইঞ্জিনিয়ার। তবে চাইলেই এই সাইকেল নিয়ে পথেঘাটে নামা যাবে না। বাধা হয়ে দাঁড়াবে সাইকেলটির বিরাট দৈর্ঘ্য।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ৩৯ বছর বয়সী প্রকৌশলী ইভান শ্যাকের নেতৃত্বে এই বাইসাইকেল তৈরি হয়েছে। ছোটবেলা থেকেই তিনি এ রকম একটি সাইকেল তৈরি করার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি এ রকম একটি সাইকেল তৈরির কথা ভাবছিলাম। আমি একবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি বই পেয়েছিলাম, যেখানে আমি এই রেকর্ড দেখেছিলাম।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত ৬০ বছরে বিশ্বের দীর্ঘতম সাইকেলের রেকর্ড অনেকবার ভেঙেছে। ১৯৬৫ সালে প্রথম জার্মানির কোলনে ৮ মিটার দৈর্ঘ্যের সাইকেল তৈরি করে এই রেকর্ড ভাঙে। এরপর নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের দুটি দল এই রেকর্ড ভেঙেছে।