নেপালি শেরপা তথা পর্বতারোহী কামি রিতা ৩০ বারের মতো এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড করেছেন। তার আগে আর কেউ এতবার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েননি। এর আগে সবচেয়ে বেশি (২৯ বার) এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তাঁরই। এবার তিনি নিজের সেই রেকর্ড ভেঙেছেন।
৫৪ বছর বয়সী কামি রিতকে পরিচিতজনেরা ‘এভারেস্ট ম্যান’ নামে ডাকেন। অভিযাত্রী সংগঠক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা বলেছেন, বুধবার (২২ মে) সকালে এভারেস্টের চূড়ায় উঠেছেন।

১৯৯৪ সালে প্রথমবারের মতো ৮ হাজার ৮৪৯ মিটার বা ২৯ হাজার ফুট উঁচু এভারেস্টশৃঙ্গে উঠেছিলেন তিনি। সেটা একটি বাণিজ্যিক অভিযান ছিল। এরপর তিন দশক ধরে এভারেস্টে গাইডের কাজ করে চলেছেন কামি রিতা। প্রতিবছরই এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখে চলেছেন তিনি।
২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড করার পর বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, ‘আমি এই রেকর্ড গড়তে পেরে বেশ খুশি। তবে রেকর্ড গড়া হয় ভাঙার জন্য।
