তুরস্কে স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন। এদিকে হোটেল মালিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্স, আনাদোলু এজেন্সি।
বুধবার (২২ জানুয়ারি) ভোরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এ বিষয়ে ব্রিফ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, পশ্চিম তুরস্কের একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের মালিকসহ ৯ জনকে আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৭৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ৪৫ জন নিহতের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেনসিক ইনস্টিটিউটে বাকি মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
দেশটির আইনমন্ত্রী জানিয়েছেন, আগুন নেভাতে ১২ ঘণ্টা সময় লেগেছে। এ ঘটনায় রিসোর্টের মালিকসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
অগ্নিকাণ্ডে নিহত ৭৬ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া হয়নি। তবে এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে দুজন ইস্তাম্বুলের ফেনারবাহেস স্পোর্টস ক্লাবের ১০ বছর বয়সি সাঁতারু ভেদিয়া নীল আপাক এবং তার মা ফেরদা।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু বলেছেন, আহত ৫১ জনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে বোলু প্রদেশের কাঠের তৈরি ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলে আগুন লাগে। হোটেলটিতে আগুন লাগার সময় অন্তত ২৩৪ জন ছিলেন।