নাইটক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। স্থানীয় সময় সোমবার (৭ প্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, এ দুর্ঘটনায় প্রাদেশিক গভর্নর ও মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় অক্টাভিও ডোটেলও নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে ৫১ বছর বয়সী ডোটেলের মৃত্যু হয়।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের সন্ধান ক্রমশ জটিল হয়ে উঠছে। আটকেপড়াদের উদ্ধার সম্ভব না হলে নিহতের সংখ্যা আরও বাড়বে।

তবে ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের (সিওই) পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেন, তিনি আশাবাদী যে ধসে পড়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন। দ্রুত উদ্ধার করা গেলে তাদের অধিকাংশকে বাঁচানো যাবে।

এদিকে ধ্বংসস্তূপ থেকে আহত ১৫৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার।

প্রসঙ্গত, জেট সেট নাইটক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। অনুষ্ঠানস্থলে উপস্থিত শত শত মানুষ আনন্দে মেতে ছিলেন। এর মধ্যেই ঘটে নির্মম এই দুর্ঘটনা।