রাশিয়ার ওরিওলে দেশটির একটি এমআই-৮ সামরিক প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। রাশিয়ার ওরিওল অঞ্চলে সংঘটিত এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে দেশটির প্রতিরক্ষা মহলে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির সম্ভাবনাকেই সামনে রাখা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরিওল অঞ্চলে। একটি নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল রাশিয়ার এই সামরিক হেলিকপ্টারটি। উড্ডয়নের কিছু সময় পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে এবং একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এতে করে ভূমিতে কেউ হতাহত না হলেও, হেলিকপ্টারে থাকা সমস্ত ক্রুই প্রাণ হারিয়েছেন। ঠিক কতজন আরোহী ছিলেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছেন এবং অনুরোধ করেছেন যেন কেউ দুর্ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করে।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে রুশ প্রতিরক্ষা বাহিনী তদন্তে নেমেছে। সকল নিহত সেনা সদস্যের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।