যুক্তরাষ্ট্রে ব্যান্ড দল কোল্ডপ্লে কনসার্টের কিস ক্যামে বড় পর্দায় দেখা যাওয়া এক যুগলের আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হয়। ওই ঘটনার পর পদত্যাগ করেন অ্যাস্ট্রোনোমারের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরন।
এবার আলোচনায় আসা সেই নারী নির্বাহীও পদত্যাগ করেছেন। তিনি মার্কিন ওই প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন।
যুক্তরাষ্ট্রে ব্যান্ড দল কোল্ডপ্লের কনসার্ট চলাকালে কিস ক্যামে বড় পর্দায় দেখা যাওয়া এক যুগলের আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হয়। এ ঘটনা আলোচনায় আসা সেই নারী নির্বাহীও এবার পদত্যাগ করেছেন। তিনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে অ্যাস্ট্রোনোমার কোম্পানি বলেছে, তাদের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট আর সেখানে কাজ করছেন না। তিনি পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে একই ঘটনায় কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন পদত্যাগ করেন। কনসার্টের ঘটনাকে কেন্দ্র করে কোম্পানি তাঁকে ছুটিতে পাঠালে ও তাঁর বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিলে তিনি চাকরি ছাড়েন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ডদল কোল্ডপ্লের কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বিশাল পর্দায় হঠাৎ এক নারী ও এক পুরুষের ছবি ভেসে ওঠে। তাঁরা আলিঙ্গনবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে গানের তালে দুলছিলেন। ক্যামেরায় ধরা পড়তে দেখে মুহূর্তেই তাঁরা মুখ লুকানোর চেষ্টা করেন। মার্কিন গণমাধ্যম তাঁদের ‘সহকর্মী’ হিসেবে শনাক্ত করে। তবে ভিডিওতে থাকা দুজনের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি লাখ লাখ বার দেখা হয়। এরপর এটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, মিম তৈরি হয় এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও এ নিয়ে মজা করা হয়।
ওই যুগলকে ক্যামেরা থেকে হঠাৎ লুকিয়ে পড়তে দেখে কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে বলেন, ‘তাঁরা হয়তো প্রেম করছেন অথবা তাঁরা খুব লাজুক।’
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি লাখ লাখ বার দেখা হয়। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, মিম তৈরি হয় এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও এ নিয়ে মজা করা হয়।