স্যান্ডউইচে ‌অতিরিক্ত মেয়োনিজ না দেওয়ায় দোকানে আগুন

স্যান্ডউইচ হলো একটি জনপ্রিয় খাবার, বিশেষ করে বিকেলের নাস্তায় একটি প্রিয় খাবার হচ্ছে স্যান্ডউইচ। তবে এ স্যান্ডউইচ খাওয়া নিয়ে এক ক্যাফেতে ঘটেছে এক বিপত্তি! 

ক্যাফের এক কর্মী স্যান্ডউইচে মেয়োনিজ দিতে রাজি না হওয়ায় দোকানটিতে আগুন ধরিয়ে দিয়েছেন দক্ষিণ স্পেনের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। এ ঘটনায় উপস্থিত সবাই হতবাক হয়ে যায় এবং রেস্তোরাঁ ছেড়ে চলে যেতে বাধ্য হন ক্রেতারা।

গালফ নিউজ শনিবার (২৩ আগস্ট) জানায়, আগুন ধরানো ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যাফের কর্মীদের দুইবার স্যান্ডউইচে মেয়োনিজ যুক্ত করতে বলেন ক্রেতা। সে সময় কর্মীরা তাকে জানান, তাদের কোনো রান্নাঘর নেই এবং তারা শুধু আগে থেকে তৈরি স্যান্ডউইচ বিক্রি করেন।

দ্বিতীয়বার অনুরোধ প্রত্যাখ্যান হওয়ার পর নিকটস্থ একটি গ্যাস স্টেশনে গিয়ে দেড় লিটার পেট্রল কেনেন ক্রেতা। সেখান থেকে এসে তিনি ক্যাফেতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, স্পেনের সেভিল প্রদেশের লস পালাসিয়োস ই ভিলাফ্রাঙ্কা শহরে ঘটনাটি ঘটে। ক্রোধের বশে আগুন ধরানোর ভিডিও ধারণ করেন এক ব্যক্তি। এতে দেখা যায়, ক্যাফেতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন সংক্ষুব্ধ ক্রেতা।

আগুন ধরানো ব্যক্তি এতটাই ক্ষিপ্ত ছিলেন যে, তাড়াহুড়া করতে গিয়ে তিনি নিজের বাম হাতে আগুন লাগিয়ে দেন। সে আগুন ডান হাত দিয়ে নেভাতে দেখা যায় তাকে। ইতোমধ্যে সেই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।