রোমে টাওয়ার ধসে রোমানিয়ান নাগরিকের মৃত্যু

ইতালির রাজধানী রোমের কেন্দ্রস্থলে মধ্যযুগীয় একটি টাওয়ারের অংশ ধসে পড়ে অক্টাই স্ট্রোইসি নামের এক রোমানিয়ান নাগরিক নিহত হয়েছেন। প্রায় ১২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকা থাকার পর স্থানীয় সময় রাত ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়, তবে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

ঘটনাটি ঘটেছে বিখ্যাত রোমান ফোরাম ও কলোসিয়ামের কাছাকাছি ‘তোরে দেই কন্তি’ নামের ঐতিহাসিক টাওয়ারে। উদ্ধার অভিযানে ড্রোন ও ভারী যন্ত্র ব্যবহার করা হয়। পুরো সময় স্ট্রোইসি সচেতন ছিলেন এবং উদ্ধারকর্মীদের সঙ্গে কথা বলেছিলেন বলে জানা গেছে।

উদ্ধারের সময় টাওয়ারের আরও একটি অংশ ভেঙে পড়লে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এতে এক দমকলকর্মী আহত হন। আহত আরও তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

৬০ বছরের বেশি বয়সী স্ট্রোয়িসি ওই টাওয়ারে সংস্কার কাজ করছিলেন। ১৩শ শতকে নির্মিত এই টাওয়ারটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। টাওয়ারটি পোপ ইনোসেন্ট তৃতীয় তার ভাইয়ের জন্য নির্মাণ করেছিলেন।

ঘটনার পর রোমের আইনজীবী অফিস তদন্ত শুরু করেছে। রোমের মেয়র এবং ইতালির সংস্কৃতি মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স-এ পোস্ট দিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: বিবিসি