যিনায় লিপ্ত হওয়ার দায়ে যুগলকে ১৪০ বেত্রাঘাত

বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন এবং মদ্যপানের অভিযোগে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক যুগলকে জনসমক্ষে ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই দণ্ড কার্যকর করা হয়। সাজা চলাকালীন প্রচণ্ড যন্ত্রণায় ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২১ বছর বয়সী ওই তরুণীকে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, তখন তিনি যন্ত্রণায় কাঁদতে শুরু করেন এবং এক পর্যায়ে স্টেজেই অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিকভাবে তিনজন নারী কর্মকর্তা তাকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যান।

আচেহ প্রদেশের কঠোর শরিয়া আইন অনুযায়ী, বিয়ের আগে শারীরিক সম্পর্কের জন্য নির্ধারিত ১০০টি বেত্রাঘাত এবং মদ্যপানের অপরাধে আরও ৪০টি অর্থাৎ মোট ১৪০টি বেত্রাঘাত করা হয় ওই যুগলকে।

একই দিনে আরও চারজন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে বেত্রাঘাত করা হয়েছে। তাদের মধ্যে দেশটির 'ইসলামিক ফোর্স'-এর একজন সদস্যও ছিলেন। জনসমক্ষে নারী সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ায় ওই সদস্যকে ২৩ বার বেত্রাঘাত করা হয়।

ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ হিসেবে আচেহ-তে আনুষ্ঠানিকভাবে ইসলামি শরিয়া আইন কার্যকর রয়েছে। এখানে জুয়া খেলা, মদ্যপান, সমকামিতা এবং বিয়ের আগে নারী-পুরুষের অবাধ মেলামেশাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। এসব অপরাধের ক্ষেত্রে জনসমক্ষে বেত্রাঘাত একটি নিয়মিত ও প্রচলিত শাস্তি।

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই শাস্তির বিরোধিতা করে আসলেও স্থানীয় প্রশাসন ও জনগণের একটি বড় অংশ একে ধর্মীয় নৈতিকতা রক্ষার মাধ্যম হিসেবে সমর্থন করে থাকে।