সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করছে মিয়ানমারের অনেক সেনা। জান্তাদের অনেক সেনা বিদ্রোহীদের হাতে প্রাণ হারিয়েছেন। একের পর এক ঘাঁটি দখলে নিচ্ছে বিদ্রোহীরা। ফলে বিদ্রোহীদের সাথে টিকতে না পারায় রাজধানী নেইপিদো রক্ষায় সাধারণ মানুষের হাতে অস্ত্র দিচ্ছে মিয়ানমার জান্তা।
রাজধানীকে রক্ষা করতে ‘পিপলস মিলিশিয়া’ নামের একটি মিলিশিয়া বা আধাসামরিক বাহিনী গঠন করেছে মিয়ানমারের জান্তা। বুধবার (৭ ফেব্রুয়ারি) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াঙ্গুন, বাগো, তানিনথারি অঞ্চল এবং মুন রাজ্যেও মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছে। আর মিলিশিয়ায় যোগ দিতে উদ্বুদ্ধ করতে সাধারণ মানুষকে অস্ত্র, নগদ অর্থ ও খাবার দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) রাখাইন রাজ্যের মিনবায়ারে তিনটি ঘাঁটির সবকটি নিয়ন্ত্রণ নিয়েছে। সেনাসহ তাদের পরিবারের পাঁচ শতাধিক সদস্য বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন।