মিয়ানমারে তরুণ-তরুণীদের সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক

মিয়ানমারে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের সব তরুণ-তরুণীদের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করে আইন জারি করেছে দেশটির জান্তা সরকার। শনিবার (১০ ফেব্রুয়ারি) এ আইন জারির ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সের সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সের সব নারীদের অন্তত ২ বছর সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

একটি বিবৃতিতে জান্তা সরকার বলেছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উপ-আইন, পদ্ধতি, প্রচার আদেশ, বিজ্ঞপ্তি এবং নির্দেশ জারি করবে।

ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সশস্ত্র বাহিনী। রক্তপাতহীন অভ্যুত্থান হলেও পরে সশস্ত্র বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে মিয়ানমারজুড়ে। কঠোর হাতে ওই বিক্ষোভ দমন করে জান্তা সরকার। সে সময় বড় বড় শহরে বিক্ষোভ দমন করা সম্ভব হলেও বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর লড়াই শুরু হয়। সূত্র : দ্য গার্ডিয়ান