পিটিআই নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ভালো নেই। বানিগালার ওই বাড়িতে বুশরাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। সেই বাড়িতে তার জীবন বিপদাপন্ন। এমন দাবি করেছেন বুশরার ছোট বোন মরিয়ম রিয়াজ ওয়াত্তু।
ইমরানের সঙ্গে তোষাখানা দুর্নীতির মামলায় সাজা পেয়েছেন বুশরাও। দুজনেরই ১৪ বছর করে জেল হয়েছে। তোষাখানা মামলায় এই দম্পতির সাজা হওয়ার পর তাদের বানিগালার বাড়িটি আধা-কারাগার ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের জিও নিউজকে মরিয়ম রিয়াজ বলেছেন, তিনি তার বোনের (বুশরা) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জেল কর্তৃপক্ষ তার সঙ্গে ভালো ব্যবহার করেনি। তার বোনের মেয়ে ১০ দিনের বেশি বুশরার সঙ্গে দেখা করেছে। সে জানিয়েছে, বুশরাকে ছয়দিন আগে এমন ধরনের খাবার দেওয়া হয়েছে, যা খেয়ে তার গলা জ্বলে গেছে। পাকস্থলীর অবস্থাও এতটা খারাপ হয়ে গেছে যে গত ছয়দিন ধরে তিনি কিছুই খেতে পারছেন না। ফলে বুশরা দুর্বল হয়ে পড়েছেন। তিনি ভালো নেই।
পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানায়, বুশরার অসুস্থতার খবরে বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই)। জরুরি ভিত্তিতে বুশরার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। সূত্র: দ্য ডন