ভোট কারচুপির প্রতিবাদে বিক্ষোভ করবে পিটিআই

দেশজুড়ে বিক্ষোভের ডাকা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ভোট কারচুপির প্রতিবাদের এ বিক্ষোভের ডাক দিয়েছে তারা। পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে পালনে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পিটিআইয়ের কয়েকজন প্রতিনিধি শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জামায়াত-ই-ইসলামির (জেআই) নেতাদের সঙ্গে দেখা করেছেন। বৈঠকে ভোট ডাকাতির প্রতিবাদে দুই দলই একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকে পিটিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার। বৈঠকের পর গণমাধ্যমকে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুই দলের একটাই এজেন্ডা। আর তা হলো- ‘ভোট ডাকাতি’ -এর বিরুদ্ধে প্রতিবাদ করা।

পিটিআই চেয়ারম্যান বলেন, যারা বিশ্বাস করেন ম্যান্ডেট পরিবর্তন ও নির্বাচনে কারচুপি হয়েছে আমরা সেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, জিও নিউজ