কংগ্রেসের সঙ্গে লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। ইতোমধ্যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে মাত্র ১৫টিতে কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দিয়েছে। উত্তর প্রদেশে দলটির সমর্থন পেতে চাইলে কংগ্রেসকে এই শর্ত মানতে হবে। অন্যথায় সমাজবাদী পার্টি ইন্ডিয়া জোট ত্যাগ করতে পারে।
এর আগে লোকসভা নির্বাচনে বিজেপির আধিপত্যের ইতি টানতে কংগ্রেসের নেতৃত্বে বেশ কয়েকটি দল মিলে ইন্ডিয়া নামের জোট গঠন করেছে। কিন্তু আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও শরিকরা মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ইন্ডিয়া জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পুরো ভারতে মাত্র ৫২টি আসনে জয় পায় কংগ্রেস। আর উত্তর প্রদেশে মাত্র একটি আসন পায় দলটি। এমনকি দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী আমেথি আসনে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হন। সেবার কংগ্রেসের প্রতি সৌজন্যতা দেখিয়ে রায়বারেলি ও আমেথিতে প্রার্থী দেয়নি সমাজবাদী পার্টি। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কংগ্রেসকে মাত্র ১৫টি আসনে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে অখিলেশ যাদবের দল।
সূত্র : এনডিটিভি ও আনন্দবাজার