দাবি আরাকান আর্মির

উত্তর রাখাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে জান্তা

রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল থেকে সেনাদের প্রত্যাহার করে নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। এমনটাই দাবি করেছে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাখাইনের মিয়েবন শহরে দুটি তল্লাশি চৌকি থেকে হেলিকপ্টারে করে সেনাদের নিয়েছে। সেনা সরিয়ে নেওয়ার পর আরাকান আর্মি বিবৃতিতে বলেছে, নিরাপত্তার জন্য এসব সেনাকে দক্ষিণে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জান্তার সেনাবাহিনী নিশ্চিত হয়ে, আমাদের প্রতিরোধ করতে গেলে তারা পরাজিত হবে। সে কারণে আমরা যেসব শহর দখলের লক্ষ্য নিচ্ছি, সেগুলোর তল্লাশি চৌকি ও ঘাঁটি পুড়িয়ে সেনা প্রত্যাহার করে নিচ্ছে তারা।সূত্র: দ্য ইরাবতী